০৪:৩০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অজানা রোগে আক্রান্ত তমার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শংকিত বাবা-মা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | | ২৪০৯
, টাঙ্গাইল :

অজানা রোগে আক্রান্ত কিশোরীটির নাম তমা আক্তার। বয়স ১৭ ছুঁই ছুঁই।

সে এবার বাসাইল উপজেলার জশিহাটি ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তার ইচ্ছা সে দাখিল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণের সিড়িতে পা দেবে।

কিশোরীটির মা শারমিন বেগমও সেরকম আশা করেন। তবুও বাবা-মা’র চোখে মুখে শুধুই শংকা-হতাশা। শিক্ষা গ্রহণ শেষে তারা তার মেয়েকে বিয়ে দিতে পারবেন তো?

জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার জশিহাটি পশ্চিম পাড়ার একজন দরিদ্র কৃষক আতাহার আলীর ঘরে ১৯৯৭ সালে জন্ম নেয় তমা আক্তার। ১৭ শতাংশ ভিটা আর সামান্য কৃষি ভূমি থেকে পাওয়া ফসল দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলে আতাহার আলীর সংসার।

দরিদ্রতার কারনে আতাহার আলী ২ ছেলেকে তেমন পড়াশুনা করাতে পারেনি। তারা এখন পৃথক পৃথক সংসার বেধেঁছে। ৩ কন্যার জেষ্ঠ ২ জনকে সাধ্যমত পাত্রস্থ করেছেন। কিন্তু কনিষ্ঠ তমার ভবিষ্যত নিয়ে তিনি মহা দূশ্চিন্তায়।

পৃথিবীতে আগমনের দিন থেকেই তমা তার মুখয়াববের একপাশে দুরারোগ্য ব্যাধি বয়ে নিয়ে বেড়ে উঠছে। বাম গালে অস্বাভাবিক ধরনের টিউমার আকৃতির মাংসপিন্ডটি বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে। এতে তমার কথা বলা, খাদ্য গ্রহনেও সমস্যার শেষ নেই। এ রোগের কোন চিকিৎসা আছে কিনা তাদের জানা নেই।

তমার মা শারমিন বেগম জানান, ৫ বছর বয়সে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসাপাতালে ৩ মাস ভর্তি রাখা হয়েছিল কিন্তু কোন ফল পাওয়া যায়নি। ৬ বছর বয়সে সে পা পিছলে পড়ে গেলে টিউমারটি ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছিল। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গজ ব্যান্ডেজ দিয়ে ঢাকা জাতীয় শিশু হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু ভর্তি করতে না পারায় বর্হিবিভাগের চিকিৎসক তমাকে বিদেশে চিকিৎসা নেয়ার উপদেশ দিয়ে ফেরত পাঠায়।

দরিদ্র পিতা আতাহার আলীর পক্ষে তমাকে বিদেশে নেয়া সম্ভব হয়নি বলে তার আর কোন চিকিৎসা গ্রহণ হয়নি। দীর্ঘদিন চিকিৎসার হাল ছেড়ে দিলেও এখন তমার পরিণত বয়সের কথা মাথায় রেখে তার বাবা-মা তার চিকিৎসা করাতে চান। কিন্তু পর্যাপ্ত টাকা পয়সা ও সক্ষম লোকবল না থাকায় তমার বাবা-মা বুঝতে পারছেনা তারা কি করবেন।

তমার মা শারমিন বেগম দেশের বরেণ্য চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি কোন অর্থসক্ষম ব্যক্তি কিংবা সরকারি/বেসরকারি সংস্থা মেয়ের চিকিৎসায় এগিয়ে আসত তাহলে হয়তো তার মেয়েটির জীবন স্বার্থক হতো।

অচেনা রোগে আক্রান্ত তমা বলেন, আমি সুস্থ হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই।

কিন্তু শেষ পর্যন্ত তমার এ স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে দেখা নিয়েছে অনিশ্চয়তা।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি