ড.আয়েশা রাজিয়া খন্দকার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । মঙ্গলবার ও বুধবার ২ দিন ব্যাপি কদিমদল্যা মির্জাপুরে ড.আয়েশা রাজিয়া খন্দকার স্কুল এন্ড কলেজ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড.আয়েশা রাজিয়া খন্দকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম ।
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, যেমন খুশি তেমন সাজো,জাতীয় সংগীত পরিবেশন, গান ও গল্প ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করানো হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিশেষ শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...