টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) রবিবার সকালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২১ মে কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে ৭ হাজার ২২৫ ভোটে হারিয়ে এস এ এম সিদ্দিকী ( আজাদ সিদ্দিকী) বিজয়ী হন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...