টাঙ্গাইলের মির্জাপুর বাজারের ব্যবসায়ী নেতা দেওয়ান রেফাজ উদ্দিন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। সোমবার (৮ জুলাই) রাতে পৌর সদরের ইউনিয়ন পাড়ার নিজ বাসায় অসুস্থ্য হয়ে তিনি মৃত্যু বরণ করেন। তার গ্রামের বাড়ি ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল।
জানা গেছে, দেওয়ান রেফাজ উদ্দিন টাঙ্গাইল জেলা বিসিআইসি সার ডিলার মালিক সমিতির সহসভাপতি এবং মির্জাপুর উপজেলা বিসিআইসি সার ডিলার মালিক সমিতির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা এগারটায় মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে মির্জাপুর উপজেলা সদরের পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ব্যবসায়ী মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...