০৫:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন না করে শতবর্ষ উদযাপন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর সূতী ভিএম সরকারি বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন না করে প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান পালন করা হয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবী প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র স্টুডেন্ট কেবিনেট নির্বাচন নির্ধারিত দিনে না করে দুইদিন আগেই মৌখিকভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

জানা গেছে, সারাদেশে একযোগে গত শনিবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গোপালপুর সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গত শনিবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওইদিন বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন পালন করেছে। 

শতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির, সাংসদ জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু প্রমুখ।

এদিকে বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

গোপালপুর সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন নির্ধারিত দিনে না হয়ে দুইদিন আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে হয়েছে। এরআগে নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক ক্লাশে মনোননয়ন পত্র বিতরণ করা হয়েছে। 

পরে প্রত্যেক ক্লাশে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় শিক্ষার্থীরা মিলিত হয়ে প্রার্থী নির্বাচিত করেছে। শিক্ষা কর্মকর্তার সাথে পরামর্শক্রমে সব ধরনের নিয়ম অনুসরণ করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

গোপালপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির জানান, বিদ্যালয়ে শতবর্ষ অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় মাপের অতিথিরা আসবে তাই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের প্রক্রিয়া দুইদিন আগেই শেষ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্বাচন হয়েছে কিনা সেটা জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস জানান, যেহেতু বিদ্যালয়ে বড় একটি প্রোগ্রাম ছিল। সেখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও মন্ত্রীরা উপস্থিত ছিলেন সুতরাং ওই দিনে নির্বাচন করা যাবে না। তাই হয়তো আগে করেছে নির্বাচন। তবে বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়েছে কিনা সেটা জানা নেই।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি