০৩:১১ এএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১০৫ বছর পর পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ে হচ্ছে তোরণ নির্মাণ!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

১৯১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ভূঞাপুরের নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ে ১০৫ বছর পর দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবকদের দীর্ঘদিনের দাবিতে বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি চাঁন মাহমুদ তালুকদার তোরণ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সভাপতির নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন তোরণটি নির্মাণ হচ্ছে বলে বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে নব নির্মিত ওই তোরণ নির্মাণ বন্ধে একটি ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ তুলেছেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিদ্যালয়টি অনেক পুরনো। বিদ্যালয়টির শত বছর হলেও এখানে কোনো তোরণ বা গেট নির্মাণ হয়নি। বর্তমান সভাপতি মহোদয়ের কাছে তোরণ নির্মাণের আবেদন করলে তিনি নিজস্ব অর্থায়নে তোরণ নির্মাণের কাজ শুরু করেছেন। দ্রুত সময়ে নির্মাণ কাজের সমাপ্তি ও সভাপতির নামে তোরণটির নামকরণ করার দাবি জানাচ্ছি আমরা।’

ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান বলেন, ‘আমরা ম্যানেজিং কমিটির সদস্যরা মিলে সভাপতিকে তোরণ নির্মাণের জন্য অনুরোধ জানাই। তিনি নিজ অর্থায়নে তোরণ নির্মাণের কাজ শুরু করেন। রেজুলেশনের মাধ্যমে সভাপতির অর্থায়নে ও নামে তোরণ নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়। যারা বিদ্যালয়ে সভাপতি হতে পারেনি তারাই নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রে মেতেছে।’

আলহাজ মো. আব্দুর রশীদ সরকার (তুলা মিয়া) বলেন, ‘এই বিদ্যাপিঠটিতে অনেক সভাপতি চলে গেছেন। কিন্তু কেউ তোরণ নির্মাণে উদ্যোগ নেননি। বর্তমান সভাপতি তার নিজ অর্থায়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের অনুরোধে তোরণ নির্মাণের কাজে হাত দেন।’ 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ মাসুদুল হক টুকু বলেন, ‘বর্তমান সভাপতি চাঁন মাহমুদ তালুকদার তার ব্যক্তিগত অর্থায়নে নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ের একটি তোরণ নির্মাণ করে দিচ্ছেন। একটি মহল তোরণটি নির্মাণে ষড়যন্ত্র করছে, যা খুবই দুঃখজনক।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, ‘ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চাঁন মাহমুদ তালুকদারের নামে তোরণটি নির্মাণ করা হচ্ছে। 

বিদ্যালয়ের সভাপতি চাঁন মাহমুদ তালুকদার বলেন, ‘শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির অনুরোধে ১০ লাখ টাকা ব্যয়ে তোরণ নির্মাণের কাজ শুরু করি। একটি কুচক্রি মহল তোরণ নির্মাণে বিরোধীতা করে যাচ্ছে। যাতে করে আমরা কাজটা সমাপ্ত করতে না পারি।’

উল্লেখ্য, ১৯১৮ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল বাজারে প্রয়াত হেমেন্দ্র নাথ রায় চৌধুরী তার মায়ের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি সন্তোষ ছয়আনী এস্টেটের জমিদার ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি