টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছে। তাৎক্ষনিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাতিয়ার অরক্ষিত রেলক্রসিংয়ে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে ৩ জন হাতিয়া রেল ক্রসিং পারাপার হওয়ার সময় চিত্রা এক্সপেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
টাঙ্গাইল রেল স্টেশনের পুলিশের উপ পরিদর্শক আকবর হোসেন জানান, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ায় আরোহী ঘটনা স্থলেই মারা যায়। তাদের একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...