টাঙ্গাইলের মির্জাপুরে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
খাদ্য গোদাম চত্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্যামল সরকার ও মির্জাপুর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম। চলতি বছর আমন মৌসুমে ৩০ টাকা কেজি দরে ২২৭ মেট্রিক টন আমন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৫ মেট্রিক টন আমন চাল কেনা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্যামল সরকার জানিয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...