০৫:৪৮ পিএম | টাঙ্গাইল, সোমবার, ১৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদী‌তে ইলিশ ধরায় ২১ জনের জেল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে দুই‌টি স্থান থে‌কে ২১জন জেলেকে জেল জ‌রিমানা প্রদান ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্প‌তিবার (১৭ অ‌ক্টোবর) ভুঞাপু‌রে ভ্রাম্যামান আদালত প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) আসলাম হোসাইন এবং  টাঙ্গাইল সদর থানায় ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম। 

এর আ‌গে বুধবার সন্ধ্যা ৬ টা হতে রাত ১ টা পর্যন্ত পৃথকভা‌বে যমুনা নদী‌তে অ‌ভিযান প‌রিচালনা করা হয়।  

জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী‌তে ইলিশ মাছ ধর‌তে জে‌লেরা। এসময় প্রশাসন থে‌কে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ভুঞাপুরে ৯জন ও টাঙ্গাইল সদর থানায় ১২জন‌কে ভ্রাম্যমান আদাল‌তের মাধ্য‌মে জেল জ‌রিমানা করা হয়। 

এরা  হ‌লেন টাঙ্গাইল সদর উপজেলার কালিকাউটিল গ্রামের ঠান্ডু সিকদারের ছেলে সুলতান সিকদার (৩০), আনোয়ার হোসেন সিকদারের আলম সিদকার (৪৫), মো. সোনাউল্লাহ সিকদারের ছেলে মো. ছাইদুল ইসলাম (৩০), ছামাদ মিয়ার ছেলে আব্দুল মালেক (২১), নৌয়ব মোল্লার ছেলে শহর আলী (৪৫), গফুর শেখের ছেলে মো. মজনু শেখ (৪২), দেলদা গ্রামের মো. একাব্বর আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী (৪০), আব্দুল গনির ছেলে মো. আজাহার (৪২), মো. ছুরমান আলীর ছেলে মো. শওকত আলী (৪২), নরসিংহপুর গ্রামের মো. আনোয়ার হোসেন মোল্লার ছেলে মাজেদুল মোল্লা (২২), ঝাউগারা গ্রামের মো. নুরনবীর ছেলে মো. মামুন মিয়া (২২), ফোরকান আলী তালুকদারের ছেলে শুকুর আলী (৩১)। 

এ‌দের প্র‌ত্যেক‌কে ১৫ দিন করে জেল অনাদা‌য়ে অর্থদণ্ড দেয়া হয়েছে। 

এছাড়া ভুঞাপু‌রে সাজাপ্রাপ্তরা হ‌লেন, উপ‌জেলার চরচন্দিনী গ্রা‌মের আমজাদ হো‌সে‌নের ছে‌লে আমীর হামজা, জগৎপুরা গ্রা‌মের শামছু‌লের ছে‌লে মোয়া‌জ্জেম হো‌সেন, একই গ্রা‌মের শাজাহান আলীর ছে‌লে আশরাফুল, হারুন র‌শি‌দের ছে‌লে সবুজ হাসান, বাসু‌দেব‌কোল গ্রা‌মের জামান হো‌সে‌নের ছে‌লে সো‌হেল রানা, ডিগ্রীরচর গ্রা‌মের ফ‌রিজল মন্ড‌লের ছে‌লে শ‌ফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার বীল হাইলদা গ্রা‌মের হুরমুজ আলীর ছে‌লে মোতা‌লেব,  একই গ্রা‌মের মোশারফের ছে‌লে মো. হো‌সেন আলী।

আপনার মন্তব্য লিখুন...

এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের ম কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত  ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্য শেখ হাসিনা সরকার কৃষিকে যন্ত্রিকীকরণ করেছে : খান আহমেদ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল প সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শ ঘাটাইলের ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় বহন ক

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি