কৃষিতে বিশেষ অবদানের জন্য এটিএন নিউজ “এগ্রি এন্ড ফার্মিং অ্যাওয়ার্ডস” পেয়েছেন মির্জাপুর উপজেলার কৃষক ফজলুর রহমান।
তিনি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল নয়া পাড়া গ্রামের মৃত সমেজ উদ্দিনে ছেলে। সোমবার (৪ ডিসেম্বর ) সন্ধ্যায় রাজধানীর শিশু একাডেমি হলরুমে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময় এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, চৌধুরী হাসান কিরণসহ বিভিন্ন মিডিয়া ব্যক্তি উপস্থিত ছিলেন।
উপজেলার ভাতগ্রাম ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ইসমাঈল হোসেন বলেন,“ফজলুর রহমান একজন শিক্ষিত আদর্শ কৃষক। সে বিজ্ঞানসম্মত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি আবাদ করায় এলাকার অন্যান্য কৃষকরা তাকে অনুস্বরণ করে। এদিকে ফজলুর রহমান এটিএন নিউজ ‘ এগ্রি এন্ড ফার্মিং অ্যাওয়ার্ডস’ পাওয়ায় তাকে উপজেলার কৃষি অফিসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...