‘তথ্যই শক্তি, জানবো জানাবো দূর্নীতি রুখবো’ এই শ্লোগানে মধুপুরে অনুষ্ঠিত হয়েছে দিন ব্যাপি তথ্য মেলা।
সোমবার মধুপুর উপজেলা পরিষদ চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মেলার আয়োজন করে।
মেলায় সরকারি বেসরকারি ২৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের সেবা সংশ্লিষ্ট তথ্যসহ স্টল নিয়ে অংশ গ্রহণ করেন।
মেলা উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের আহ্বায়ক মো. আব্দুল মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জেহাদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, শিক্ষাবিদ বজলুর রশীদ খান চুন্নু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, টিআইবি মধুপুরের সমন্বয়ক জিনিয়া গ্লোরিয়া ম্রং প্রমূখ।
মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থী অংশ নেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...