০৩:৩৬ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে শিশুসহ পানিতে ডুবে তিন বর যাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নৌকাডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী (৪০), তাঁর চাচাত ভাই ইতালি প্রবাসী কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (৮) এবং উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই। 

স্থানীয়রা জানান, বৃৃহস্পতিবার মুন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলী চৌধুরীর ছেলে টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ের দিন ধার্য ছিলো। দুপুরের পর টুটুলের সঙ্গে বরযাত্রী হন মৃতরা। দুপুরের খাবারের পর তরফপুর গ্রামের মজনু মিয়ার বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী কানু মিয়ার নৌকাযোগে স্থানীয় বুইড়া বিল পাড়ি দেন। দ্বিতীয়বার শিশু ও নারীসহ ৭/৮ জন মির্জাপুর-তরফপুর সড়কে রাখা মাইক্রোবাসের উদ্দেশ্যে ওই নৌকায় বিল পাড়ি দেয়ার জন্য ওঠেন। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে একটি বিশাল আকৃতির সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করে নৌকায় নাড়াচাড়া করতে থাকেন। অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যান। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর কনেকে রেখে বরসহ তাঁর সঙ্গীরা ফিরে আসেন। এ ঘটনায় বর ও কনেরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

ওই গ্রামের ওয়াজ উদ্দিন বলেন, নৌকার যাত্রীরা বড় আকারের একটি সাপ দেখে ভয় পান। সাপটি নৌকার দিকে এগিয়ে আসতে দেখে তারা নৌকার এক পাশে গেলে তা পানিতে উল্টে যায়। এতেই দুর্ঘটনাটি ঘটে।  

বর টুটুল চৌধুরী বলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। 

তরফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নিখোঁজের সংবাদ না থাকায় ডুবুরিদল পাঠানো হয়নি। 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি