০৭:৪১ এএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বৃদ্ধ মাকে দিয়ে ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ৮৫ বছরের এক বৃদ্ধ মাকে দিয়ে ছোট ছেলে সবদুলের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মেজ ছেলে আব্দুর রহিমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সহদেবপুর ইউনিয়নের নিগইর গ্রামে।

সরেজমিনে গিয়ে জানা যায়, জবেদা খাতুন জবা (৮৫) তার মেজ ছেলে আব্দুর রহিমের ছেলে রিপনকে ১১ শতাংশ জমি লিখে দেন। সেই জমি বিক্রি করে মেজ ছেলে আব্দুর রহিম। কিন্তু ছোট ছেলে সবদুল আলী তার ভাগের প্রাপ্ত জমি না বুঝিয়ে দিয়ে মেজ ভাই আব্দুর রহিম জমি বিক্রি করে দিয়েছে মর্মে গত ২/০২/২১ইং তারিখে টাঙ্গাইল আদালতে বড় দুই ভাই ও ভাতিজা সহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন সবদুল আলী। 

সেই মামলার কাউন্টারী মামলা হিসেবে গত ২৪/০২/২১ ইং তারিখে মাকে দিয়ে বড় ভাই আঃ রাজ্জাক  ও মেজ ভাই আব্দুর রহিম আদালতে সময় অসময় অকারে জ্বালা যন্ত্রনা ও নির্যাতন করে অনাহারে রাখে এবং মারাত্মকভাবে নেশায় আসক্ত হইয়া মাকে হত্যা করার উদ্দেশ্যে নাক মুখের উপর বালিশ চাপা দেয় ছোট ছেলে সবদুল আলী উল্লেখ করে মামলা করেন মা জবেদা খাতুন জবা।

এবিষয়ে মেজ ছেলে আব্দুর রহিমের স্ত্রী রিনা বেগম বলেন, আমার স্বামী, ছেলে রিপন ও ভাসুর আঃ রাজ্জাক সহ যাগো কাছে আমরা জাগা বিক্রি করছি তাদের নামে সবদুল মামলা করেছে দেখে আমরা শ্বাশুড়িকে দিয়ে সবদুলের নামে মামলা করেছি। 

প্রতিবেশী আব্দুল মজিদের ছেলে মোছাইন, মৃত. রাজ আলী মন্ডলের ছেলে চান মাহমুদ ও মোফাজ্জল হোসেন জানান, স্যার অন্য কোন জামেলা নাই তো মূল জামেলা হইল জাগা নিয়া। দাদী নাতি রিপনকে ১১ শতাংশ জাগা লিখে দিছে। সেই জাগা রিপনের বাবা রহিম ঋণ আছাল তো বিক্রি করে দিছে। জাগা বিক্রি করছে দেখে সবদুল বড় আঃ রাজ্জাক মেজ ভাই আব্দুর রহিম, ভাতিজা রিপন আর যারা জাগা কিনা নিছে তাগো নামে সবদুল কোর্টে মামলা করছে। তারা আরো বলেন, সবদুল চাই কিনা খায় না নেশা আবার নেশা করবে কোন থেকে। স্যার জামেলা একটাই জাগা নিয়া। 

সহদেবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, ঘটনার বিষয়টি শুনেছি। জায়গা নিয়ে মূল জামেলা কিন্তু সবদুল ওর দুই ভাই ভাতিজা সহ যারা জায়গা কিনেছে তাদের নামে মামলা করেছে দেখে তারাও ওর মাকে দিয়ে সবদুলের নামে মামলা করাইছে।

এ বিষয়ে সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুর রহমান বালা বলেন, ওরা তিন ভাই মানুষ তো ভালোই জমি সংক্রান্ত বিষয় নিয়েই এ পাল্টাপাল্টি মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি