১২:০৯ এএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান মিল্টনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
 
শনিবার বেলা ১২ টায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মিল্টনের বড় ভাই মো. আজহারুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় চেয়ারম্যান মিল্টনের স্ত্রী, পঞ্চম শ্রেণির পড়ুয়া শিশু কন্যা অহনা, ছোট বোন লিপি ইমরান, বড় ভাই আশরাফুল ইসলাম আরজু মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১২ সালের ১৭ জুলাই রাতে গাজীপুরের ভোগড়া নামক স্থানে ডাক্তার এ. এন, এম মনিরুল হুদা রুপমের গাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ২১ জুলাই রুপমের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জয়দেবপুর থানায় রুপমের গাড়ি চালক শিপন, ডাক্তার আতিকুর রহমান চৌধুরী ওরফে নোমান, ডাক্তার আরিফ ও সুজনকে আসামী করে মামলা করেন। 

মামলাটি গাজীপুরের গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক মোহাম্মদ হাসান তদন্ত করে ২০১৬ সালের ৪ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে মামলার বাদী ওই তদন্তের ওপর নারাজি দেন। পরে আদালত গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে পুণ:তদন্তের নির্দেশ দন। পিবিআই এর উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন তদন্ত সাপেক্ষে ২০১৮ সালের ১৮ মার্চ মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করেন এবং পলাতক দেখিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ওপরও বাদীপক্ষ আদালতে নারাজি দেন। আদালতের বিচারক পরে গাজীপুরের সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডির পরিদর্শক মো. আলাউর রহমান তদন্ত সাপেক্ষে গত বছরের ১৫ জুলাই আতিকুর রহমান মিল্টনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন। মিল্টন গত বছরের ২৯ ডিসেম্বর গাজীপুর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।

সংবাদ সম্মেলনে মিল্টনের বড় ভাই বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমার ভাই মিল্টন মির্জাপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ২০১৬ সালে ইউপি নির্বাচনে মিল্টন চেয়ারম্যান নির্বাচিত হন। সে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। একটি মহল আতিকুর রহমান মিল্টনের সুনাম ও জনপ্রিয়তা ক্ষুন্ন করতে ডাক্তার রুপম হত্যা মামলায় পরিকল্পিতভাবে আসামী করেছেন বলে উল্লেখ করেন। মিল্টন ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কাজ, উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভায় নিয়মিত উপস্থিত থাকলেও পিবিআইয়ের প্রতিবেদনে তাকে পলাতক আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান। তারা মিল্টনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহার দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি