০১:৫৩ এএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মুজিববর্ষে মির্জাপুরে ঘর পাচ্ছে ২৪২ গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

মুজিববর্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২টি গৃহহীন পরিবার ঘর পাবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলায় ভূমিহীন পরিবারকে এসব ঘর দেওয়া হবে। প্রথম পর্যায়ে আগামী ১৫ জানুয়ারি এ উপজেলার ৩২টি পরিবারের মাঝে এই হস্তান্তর করা হবে।

সোমবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।
আগামী ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫০ গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করবেন। ওইদিন মির্জাপুর উপজেলার ৩০টি গৃহহীন পরিবারও ঘর পাবেন বলে ইউএনও আবদুল মালেক জানান। 

গতকাল রবিবার স্থানীয় এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ১৫ জানুয়ারি হস্তান্তর হওয়া নির্মাণাধীন ওইসব ঘর পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মারেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্স্থিত ছিলেন।

জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এরমধ্যে সরকার দেবে ২৩৭ টি এবং স্থানীয় এমপি, সরকারের একজন সচিব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দিবেন ৫টি ঘর। 

প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে ২ টি বেডরুম, একটি কিচেন, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে। 

মতবিনিময় সভায় মির্জাপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি