০৯:৪৭ পিএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৭ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাজধানী নাসিং হোমে অপারেশনের নামে রোগি হয়রানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে অপারেশনের নামে রোগি হয়রানীর অভিযোগ উঠেছে। জরায়ু অপারেশনের এক রোগিকে ৫দিন ভর্তি রাখাসহ ২০-২৫টি টেস্টের মাধ্যমে আদায় করা হয়েছে টাকা। এমন হয়রানী স্বত্তেও রোগির অপারেশন না করে উল্টো ৫ হাজার টাকা জরিমানা দিয়ে বিদায় দেন ক্লিনিক কর্তৃপক্ষ। 

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়ার রাজধানী নাসিং হোমে। ভুক্তভোগি রোগি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামের সেকান্দার আলীর স্ত্রী হাফিজা বেগম (৬৫)।

ভুক্তভোগি রোগির ছেলে হাবিবুর রহমান বলেন, গত (১৫ আগস্ট) শনিবার তার মা হাফিজা বেগমকে ভর্তি করা হয় রাজধানী নাসিং হোমে। এ সময় রোগির অপারেশনসহ ক্লিনিকের আনুসাঙ্গিক খরচ বাবদ ১৪ হাজার টাকা দাবি করেন ক্লিনিক কর্তৃপক্ষ। তবে তারা টাকা জমা না দিয়ে ভর্তি করেন রোগি। ক্লিনিকের গাইনী বিভাগের দায়িত্বরত ডা. লিংকু রানী কর এর তত্ত্বাবধানে চলে শুরু হয় চিকিৎসা। চিকিৎসাধীন অবস্থায় রোগি হাফিজা বেগমের ডায়াবেটিক ও হার্টের সমস্যা চিহ্নিত করেন দায়িত্বরত চিকিৎসক। 

রোগির চিহ্নিত ডায়াবেটিক আর হার্টের সমস্যা পরিস্থিতি অবগত হওয়ার জন্য ৫দিন ভর্তি রাখাসহ দফায় দফায় পরীক্ষা নিরীক্ষা করানো হয়। ভর্তিরত ৫দিনে রোগির রক্তসহ নানা ধরণের প্রায় ২০-২৫টি পরীক্ষা করানো হয়। গত (২০ আগস্ট) বৃহস্পতিবার রোগি অবস্থার উন্নতি হওয়ার তথ্য দেয়াসহ রাতে অপারেশনের সময় দেন দায়িত্বরত চিকিৎসক। অপারেশনের প্রস্তুতি গ্রহণও করেন পরিবারের সদস্যরা। হঠাৎ এ্যানেথেসিয়া চিকিৎসক রোগিকে এ অবস্থায় অপারেশন করলে মৃত্যু ঝুঁকি আছে বলে অপারেশন বাতিল করে দেন। তবে এ সময় ক্লিনিকে কর্মরত ও অপারেশনের দায়িত্বরত চিকিৎসক গাইনী সার্জন ডা, লিংকু রানী উপস্থিত ছিলেন না। রোগির পরীক্ষা নিরীক্ষায় অবস্থার উন্নতি হয়েছে বলে আপনারা অপারেশনের সময় নির্ধারণ করলেন এখন বলছেন হবে না এটা কেমন কথা বলে প্রতিবাদ জানাই। এ সময় গাইনী চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ারও দাবি করা হয়। তবে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে রোগিকে অন্যত্র ভর্তি করানোর অজুহাতে তাদের ৫ হাজার টাকা দিয়ে বিদায় করেন।

রোগির পিছনে পরিবারের অনেক টাকা খরচ হয়েছে ভেবে কর্তৃপক্ষ তাদের ৫ হাজার টাকা দেয়ার অনুমতি দেন বলে জানিয়েছেন রাজধানী নাসিং হোমের ম্যানেজার আফসার আলী।

এ প্রসঙ্গে রাজধানী নাসিং হোমের দায়িত্বরত গাইনী সার্জন ডা. লিংকু রানী কর বলেন, জরায়ু সমস্যা নিয়ে রোগিটি ভর্তি হলেও তিনি ডায়াবেটিক আর হার্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রোগির অপারেশন করার মত অবস্থা হওয়ায় আমি রাতে অপারেশনের সময় দিই। তবে এ্যানেথেসিয়া চিকিৎসক রোগির অবস্থা অপারেশনের অনুকুলে না থাকার কারণ দেখে আপত্তি জানান। যার ফলে ওই রোগির অপারেশন করা হয়নি। 

আপনার মন্তব্য লিখুন...

মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি