১০:২৬ পিএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে মানবিক সহায়তার তালিকায় সচ্ছলদের নাম ! ১জন প্রতিনিধিকে শোকজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে চলমান করোনাভাইরাস জনিত দূর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সচ্ছলদের তালিকাভুক্ত করার অভিযোগে বাসাইল পৌরসভার দুই কাউন্সিলর ও দুই ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে অভিযুক্তদের নোটিশের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ শোকজ করেন। 

জানা যায়, বাসাইল পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩-এর কাউন্সিল ববিতা খানম মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপকারভোগীদের নামের তালিকায় তার স্বামী মিজানুর রহমানের নাম ও সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেয়। অপরদিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন তিনতলা ভবনের মালিকের নাম তালিকায় দিয়ে ও সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেয়। এছাড়াও উপজেলার ফুলকি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফজলুর রহমান ও ৩ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম স্বজনপ্রীতি করে সচ্ছলদের নাম দিয়ে এবং শুধু একটি গ্রামের তালিকায় নাম রেখে অন্যগ্রামবা এলাকার দরীদ্রদের নাম বাদ রেখে তালিকা জমা দেয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। 

পরে বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসন তাদেরকে শোকজ করেন। সচ্ছল ও ধনী ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করার বিষয়ে চলতি মাসের ১৮ তারিখের মধ্যে তাদের জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘স্বজনপ্রীতি করে সচ্ছল ও ধনী ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করার ঘটনায় চারজন জনপ্রতিনিধিকে শোকজ করা হয়েছে। আগামী ১৮ মে’র মধ্যে তাদেরকে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয় হবে। তিনি আরো জানান, উপজেলার সকল ওয়ার্ডের তালিকা নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে। 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি