০৫:৪৪ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ১০ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউএনওর আশ্বাসে কান্না থামল রাজিয়ার

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

অসহায় দিনমজুর রাজিয়া আক্তারের একমাত্র ঘরটি রোববার সকালে আগুনে পুড়ে যায়। এরপর তাঁর বাড়িতে গিয়ে পাকা ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন টাঙ্গাইলের সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা। 

রোববার সন্ধ্যায় রাজিয়ার (৪৫) পুড়ে যাওয়া ঘরটি পরিদর্শন করে তাঁকে দুই সপ্তাহের খাদ্যসহায়তা ও এক হাজার টাকাও দেন ইউএনও আসমাউল হুসনা। ইউএনওর ‘মমতার দাওয়াই’ পেয়ে থেমে যায় রাজিয়ার কান্না। মুখে ফুটে ওঠে হাসি। খবর,প্রথম আলো।

উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন জানান, দুর্গাপুর গ্রামের বাসিন্দা রাজিয়ার স্বামী আবদুল বারেক সাত বছর ধরে তাঁর স্ত্রীর খোঁজখবর নেন না। বারেক গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং সেখানে আরেকটি বিয়ে করেছেন। দুই ছেলে আর এক মেয়ে নিয়ে রাজিয়া দিনমজুরি করে সংসার চালান। করোনাভাইরাসের কারণে দুই মাস ধরে তাঁর কাজ বন্ধ থাকায় এমনিতেই ভীষণ কষ্টে ছিলেন। 

রোববার হঠাৎ করেই বৈদ্যুতিক শর্টসার্কিটে তাঁর একমাত্র দোচালা ঘরটি আগুনে পুড়ে যায়। ঘর থেকে কোনো মালামালও বের করা যায়নি। রাজিয়ার ঘর পুড়ে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে ইউএনও সন্ধ্যায় গিয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে একটি নতুন ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তাঁকে দুই সপ্তাহের খাদ্যসহায়তা ও এক হাজার টাকা দেন।

রাজিয়া আক্তার বলেন, ‘বিহান থেকে আমি শুধু কান্তাছি। আমার ঘরে যা আছাল সব পুইড়া ছাই অইয়া গেছে। ম্যাডাম নতুন পাহা ঘর দিব বইলা এহন ভালা লাগতাছে। চাইল, আলু, ডাইলও দিয়া গেছে। মাসে মাসে আরও চাইলও পামু।’

ইউএনও আসমাউল হুসনা বলেন, ‘ঘর পোড়ার খবর পেয়ে সন্ধ্যায় ওই বাড়িতে যাই। মাথা গোঁজার একমাত্র ঘরটি পুড়ে যাওয়ায় ওই নারী সকাল থেকে শুধু কাঁদছেন আর কাঁদছেন। তাঁকে একটি পাকা ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি, দুই সপ্তাহের খাবার, নগদ এক হাজার টাকা দিয়ে এসেছি। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রকল্পের আওতায় এখন থেকে প্রতি মাসে ওই নারী ২০ কেজি করে চাল পাবেন। কাপড়চোপড় সব আগুনে পুড়ে যাওয়ায় সোমবার ওই নারীর পরিবারের সদস্যদের জন্য নতুন কাপড় কেনার ব্যবস্থা করে এসেছি।’

কাঁকড়াজান ইউপির চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, ‘আমাদের ইউএনও মহোদয়ের ভেতরে মানবিকতা ও মমত্ববোধ রয়েছে। এই করোনাকালে তিনি আরও পাঁচ নারীর আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছেন।’

গত ২৫ এপ্রিল প্রথম আলোর অনলাইনে ‘ইউএনও দিলেন মমতার দাওয়াই’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। তখন থেকে সখীপুরের ইউএনও আসমাউল হুসনা মমতার দাওয়াই বলে পরিচিতি পান।

আপনার মন্তব্য লিখুন...

ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ, আহত ৩৫ বাবার ভোট দিতে এসে ছেলে আটক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি