টাঙ্গাইলের মির্জাপুরে দবিরুল ইসলাম নামে এক যুবককে ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ডে যাত্রীবাহি একটি বাসে তল্লাসী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দবিরুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার চাঁদপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ডে পৌছালে পুলিশ বাসে তল্লাসী চালায়। পরে একটি ট্রাংকে রাখা ১৫০ বোতল ফেন্সিডিলসহ দবিরুলকে গ্রেপ্তার কওে পুলিশ।
এ ব্যাপারে মির্জাপুর থানা সহকারি উপপরিদর্শক (এএসআই) মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাসী চালিয়ে ফেন্সিডিলসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...