০৮:২৪ পিএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ শতাধিক চিকিৎসককে পিপিই উপহার দিলো ওয়ালটন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

সারাদেশে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে যখন ঘরে থাকার নির্দেশ দেয়া হচ্ছে, ঠিক তখনও জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসরা। নিজেদের নিরাপত্তার কথা ভুলে দেশের হাসপাতালগুলোতে তারা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সেবা। তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে না করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীরাও। 

আর তাই এই সকল চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী সকল সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মাঝে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) তুলে দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক গ্রুপ ওয়ালটন।

এরই অংশ হিসেবে টাঙ্গাইলে ৪৯৯ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) উপহার দেয়া হয়।

রোববার  (৫এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত তিন শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর জন্য পিপিই দেয় ওয়ালটন।

হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সদর উদ্দিন ও আরএমও ডা. মনিরা পারভীনের হাতে ওয়ালটনের এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী, ওয়ালটন গ্রুপের উপ-পরিচালক অনুপ কুমার সাহা, সিনিয়র সহকারী পরিচালক ফজলুর রহমান, ওয়ালটনের সহ প্রতিষ্ঠান রাইজিংবিডি.কমের টাঙ্গাইল প্রতিবেদক শাহরিয়ার সিফাত ও সাভার ওয়ালটন প্লাজার সহকারী পরিচালক শাহীন শিকদার প্রমুখ। 

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ছাড়াও জেলার আরও ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৭টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত হয়ে আরও ১৯৯ টি পিপিই তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা।

এরমধ্যে, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪টি, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭টি, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি, জেলা শহরের ধলেশ্বরী হাসপাতালে ৪টি, ব্যুরো বাংলাদেশ হাসপাতালে ৮টি ও সদর উপজেলার ১৭টি ইউনিয়নের চিকিৎসকদের মাঝে ১টি করে পিপিই উপহার দেয়া হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি