০৬:৫৩ পিএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিআরটিএ’র ৬ দালাল আটক , কারাগারে ৩

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এর মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়াসহ অপর তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার দুপুরে বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অপারেশন কমান্ডার মোঃ শফিকুর রহমান জানান, (২৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিআরটিএ কার্যালয়ের আশপাশের বিভিন্ন স্থান থেকে সক্রিয় দালাল চক্রের ওই ছয় সদস্যকে আটক করা হয়।  

অভিযানে আটকৃতরা হলেন, কালিহাতী উপজেলা বেড়ীপটল গ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে মোঃ ইসমাইল হোসেন(৪০), একই উপজেলার পাঁচ চারা গ্রামের মৃতঃ মহিউদ্দিন দেওয়ান এর ছেলে মোঃ আঃ ছামাদ দেওয়ান (৫২), সদর উপজেলার নন্দ্রবালা গ্রামের ওসমান গনির ছেলে মোঃ আইয়ুব আলী রিপন (২৮), দেলদুয়ার উপজেলার পাঁচ বিধমহাটি গ্রামের প্রয়াত অক্ষয় চন্দ্র সরকার এর ছেলে বিনয় চন্দ্র সরকার (৪৪),এছাড়াও ঘাটাইল উপজেলা সদরের মৃতঃ কদ্দুস তালুকদার এর ছেলে সেলিম রেজা (৫০) ও একই উপজেলার মনিদহ গ্রামের রহিচ উদ্দিন এর ছেলে মোঃ এনামুল হক (৫২) কে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে বিআরটিএ এর ফরম, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ছবি, ০৬টি মোবাইল ফোনসহ ০৬টি সিম কার্ড উদ্ধার করা হয়। পরে রাতে এ ধরণের অপরাধে জড়িত থাকায় টাঙ্গাইলের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামানের নেতৃত্বে ও ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মোঃ ইসমাইল হোসেন(৪০)কে পঁয়তালিশ দিন, মোঃ আঃ ছামাদ দেওয়ান (৫২) কে ত্রিশ দিন আর মোঃ আইয়ুব আলী রিপন (২৮) কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

এছাড়া অপর তিন আসামীর প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়। 

প্রেস ব্রিফিংয় শেষে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি