০৪:৫৭ এএম | টাঙ্গাইল, সোমবার, ১৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘারিন্দা ইউপি চেয়ারম্যান খোকন আর নেই

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা মো. রুহুল আমিন খান খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। বুধবার (২৯ জানুয়ারি) তার জানাজা নামাজ ও দাফন অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ঘারিন্দা ইউনিয়ন পরিষদ মাঠে তার প্রথম ও বাদ যোহর ঘারিন্দা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। 

দ্বিতীয় জানাযার নামাজে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারীসহ জেলা প্রশাসনের কর্তৃপক্ষ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. রুহুল আমিন খান খোকন টাঙ্গাইল জেলার সদর উপজেলাধীন ঘারিন্দা ইউনিয়নের ঘারিন্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৭ সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহন করেন। তার বাবা মরহুম হাতেম আলী খান আর মাতা মরহুমা রোকেয়া খানম। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।

মো. রুহুল আমিন খান খোকন ৭ মার্চ ১৯৭৬ সালে লাইলী খানমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই সন্তানের জনক। তার প্রথম সন্তান তোফায়েল আহাম্মেদ সুমন আর ছোট সন্তান তারেক আমিন খান।

তিনি ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি ঘারিন্দা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি। টাঙ্গাইল সদর উপজেলার দুই বারের সাবেক সহ-সভাপতি। তিনি ১৯৮৩ সালে ঘারিন্দা ইউপি নির্বাচনে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন, পরের নির্বাচনেও ইউপি সদস্য নির্বাচিত হন। 

২০০৩ সালে ঘারিন্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি টাঙ্গাইল কমার্স কলেজ এর প্রতিষ্ঠাতা, টাঙ্গাইল রেডক্রিসেন্ট সোসাইটি ও টাঙ্গাইল ডায়াবেটিকস সমিতির আজীবন সদস্য এবং ঘারিন্দা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।

এছাড়া তিনি ঘারিন্দা গোরস্থান ও ঈদগাহ মাঠ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এআরটি /এসআর

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের ম কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত  ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্য শেখ হাসিনা সরকার কৃষিকে যন্ত্রিকীকরণ করেছে : খান আহমেদ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল প সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শ ঘাটাইলের ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় বহন ক শারীরিক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি বায়েজিদকে মাভাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ, আহত ৩৫

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি