টাঙ্গাইলের গোপালপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ফেরদৌস আলম ঠান্ডু (৫০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার সকাল দশটার দিকে বেলুয়া গ্রামের নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।
সে হেমনগর ইউনিয়নে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোনতাজ মাস্টারের বড় ছেলে।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম জানান, নিহত ঠান্ডু বেলুয়া বাজারে তার নিজ দোকানে প্রতিদিনের ন্যায় সকাল থেকে চা বিক্রি করতে ছিল। সকাল নয়টার দিকে বাজার থেকে দুধ কিনে বাড়ী যায়। প্রচন্ড গরমে তীব্র্র তাপদাহে বাড়ীতে গিয়েই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
নিহতের স্বজনরা মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...