১০:১৪ পিএম | টাঙ্গাইল, রোববার, ১২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের বৈঠক

মধুপুরে রাবার বাগানে শ্রমিক ধর্মঘট সাময়িক প্রত্যাহার

এস এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬ | | ১৪৫৯
রাবার বাগানে শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে জরুরী সমঝোতা বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্রনাথ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, চেয়ারম্যান মির্জাবাড়
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর পীরগাছা রাবার বাগানের চুক্তিভিত্তিক রাবার কষ আহরণ শ্রমিকদের ধর্মঘট সাময়িক প্রত্যাহার হয়েছে। শ্রমিক দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা এ ধর্মঘট সাময়িক প্রত্যাহার করে বলে জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

রাবার বাগান শ্রমিকদের এ ধর্মঘট নিয়ে গত সোম প্রতিবেদন ছাপা হওয়ার পর কর্ক্ষৃপক্ষ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পীরগাছা রাবার বাগানের চুক্তিভিত্তিক রাবার কষ আহরণ শ্রমিকদের নিয়ে বৈঠক করে।

চুক্তিভিত্তিক রাবার কষ আহরণ শ্রমিক সংগঠনের সভাপতি মীর আলী আকবর জানান, বৈঠকে এক সপ্তাহের মধ্যে দাবি মেনে নেয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে দাবি না মানলে শ্রমিকরা আবারো ধর্মঘটে যাবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দাবি বিবেচনায় নেয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা এ ধর্মঘট প্রত্যাহার করে বুধবার থেকে কাজে যোগ দিবেন বলে জানিয়েছেন মধুপুর রাবার বাগানের জিএম (জোনাল ম্যানেজার) নওশাদ আলম ফারুক।

তিনি জানান, স্থানীয় উপজেলা প্রশাসন, রাবার বাগান কর্তৃপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিতি ছিলেন।

বৈঠকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ,মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার, আউশনারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেনসহ রাবার বাগানের শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার টাঙ্গাইলের মধুপুর পীরগাছা রাবার বাগানের চুক্তিভিত্তিক রাবার কষ আহরণ শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন অনলাইন ও দৈনিকে প্রকাশিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের ম কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত  ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্য শেখ হাসিনা সরকার কৃষিকে যন্ত্রিকীকরণ করেছে : খান আহমেদ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল প সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শ ঘাটাইলের ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় বহন ক শারীরিক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি বায়েজিদকে মাভাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ, আহত ৩৫ বাবার ভোট দিতে এসে ছেলে আটক

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি