০৮:০৪ এএম | টাঙ্গাইল, রোববার, ২৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফুলকপির সাথে শত্রুতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সবজি ক্ষেতে ক্ষতিকারক বিষ প্রয়োগের অভিযোগ ওঠেছে। এতে ৪৫ শতাংশ ভূমিতে রোপন করা পাঁচ হাজার ফুলকপি বিনষ্ট হয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

জানাগেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ চামুরিয়া গ্রামের মৃত আলীচান প্রামানিকের ছেলে নুরুল ইসলাম প্রামানিকের সাথে প্রতিবেশী চাচাত ভাই তোতা প্রামানিকের ছেলে তোফাজ্জল হোসেন ভুট্টু প্রামানিকদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে নুরুল ইসলাম প্রামানিকের রোপন করা পাঁচ সহস্রাধিক ফুলকপি চারায় প্রতিপক্ষরা সম্প্রতি ক্ষতিকারক বিষ প্রয়োগ করে। বিষের প্রভাবে ৪৫ শতাংশ ভূমির প্রায় সবগুলো ফুলকপির চারা মরে গেছে। এতে নুরুল ইসলাম প্রামানিক প্রায় দেড় লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন। 

সরেজমিনে প্রতিবেশী মো. গাজী, মো. লালচান, সেকান্দার আলী, সাকিম উদ্দিন সহ অনেকেই জানান, শীতকালীন সবজি ফুলকপি রোপন করা জমিটি দীর্ঘদিন যাবত নুরুল ইসলামরা ভোগদখল করছে। এবারও ফুলকপি রোপন করেছিল। সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা ক্ষতিকারক বিষ প্রয়োগ করায় চারাগুলো পঁচে শুকিয়ে মরে যাচ্ছে।

নুরুল ইসলাম প্রামানিক জানান, তার প্রতিপক্ষের তোফাজ্জল হোসেন ভুট্টু প্রামানিক, জাহাঙ্গীর প্রামানিক, আনোয়ার হোসেন, আবুল কালাম প্রামানিকরা তার সবজি ক্ষেতে ক্ষতিকারক বিষ প্রয়োগ করেছে। বিগত ২০১৬ সালের ২৯ এপ্রিল রাতে তার ওই একই  ক্ষেতে রোপন করা শশা প্রতিপক্ষের লোকজন কেটে-ছিঁড়ে বিনষ্ট করে। 

এ বিষয়ে মামলা (কালিহাতী থানার মামলা নং-৩০, তাং-২৯/৪/২০১৬ইং) দায়ের করলে কালিহাতী থানা পুলিশ তদন্ত করে একই বছরের ২৪ মে প্রতিপক্ষের ৬ জনের নামে চার্জশীট দাখিল করে। মামলাটি বর্তমানে বিচারিক আদালতে রায়ের অপেক্ষায় রয়েছে। তিনি আরো জানান, তিনি দুই মেয়ে ও এক ছেলের(৫ বছর) জনক, পক্ষান্তরে প্রতিপক্ষের ভাতিজারা সাত ভাই হওয়ার কারণে জবরদস্তি তার জমি ভোগ করতে চায়। 

এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে কিন্তু তারা জমির কোন কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই।   

প্রতিপক্ষের তোফাজ্জল হোসেন ভুট্টু প্রামানিক জানান, ওই জমিটি তারা পৈত্রিক সূত্রে পেয়েছেন। এ বিষয়ে আদালতে একটি বাটোয়ারা মামলা চলছে। নুরুল ইসলামরা জোর করে বিরোধীয় জমিতে ফুলকপি চাষ করেছে। তবে তারা কেউ ফুলকপির চারায় বিষ বা ক্ষতিকারক অন্যকিছু প্রয়োগ করেন নি। 

স্থানীয় ইউপি সদস্য(৯নং ওয়ার্ড) মো. ইফসুফ আলী মল্লিক জানান, কয়েকদিন আগে ফুলকপির ক্ষেতে বালি জাতীয় কোন এক  পদার্থ ছিটানো থাকার খবর পেয়ে তিনি পরিদর্শন করেন এবং এরপরই চারাগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জীবানু নাশক ‘ডাইথেন এম৪৫’ পানির সাথে মিশিয়ে ক্ষেতে প্রয়োগের পরামর্শ দেন। 

সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি তিনি জানেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোন সমাধান না হওয়ায় বিষয়টি আদালতে গড়িয়েছে। সবজি ক্ষেতে ক্ষতিকারক বিষ দেয়ার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন ।  

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি