০৭:১৫ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্ষেতের ধান ও স্বর্ণালংকার লুট, থানায় মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে কৃষকের ক্ষেতের ধান, স্বার্ণলংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বত্তরা। 

এ ব্যাপারে কৃষক মেহেদী আল-মানসুর বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার বিবরণ ও মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের ফকিরাকুড়ি গ্রামের কৃষক মেহেদী আল-মানসুরের স্বত্বদখলীয় ৩০ শতক জমির ধান, আলমারীতে থাকা ১০ ভরি ওজনে স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, একটি ডিএসএলআর ক্যামেরা এবং নগদ একলাখ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল গত ২৩ নভেম্বর রাতে লুট করে নিয়ে যায় দুর্র্বৃত্তরা। যাওয়ার সময় দুর্র্বৃত্তরা এ ব্যাপারে কোন উচ্চবা”্য করলে ওই কৃষকের পরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকীও দিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের হাতে দা, কাস্তে, রশি, রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ মারাত্মক অস্ত্র-শস্ত্র ছিলো। 

এ ব্যাপারে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের পিয়াস মাহমুদ শামীম (৪০), সুরুজ আলী ফরিক (৫৫) আলম ফকির (৩৫), আ. ছামাদ (৩৮), সাইফুল (৩৫), মো. কাদের আলী (৪৮) গংসহ ২১ জনের নাম ঠিকানা উল্লেখ করে এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ে করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।  

কৃষক মেহেদী আল-মানসুর জানান, পিয়াস মাহমুদ, সুরুজ আলী ফকির ও আলম ফকির  গংরা এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার এসআই জুয়েল রানা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামী গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ, আহত ৩৫ বাবার ভোট দিতে এসে ছেলে আটক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি