০১:০০ এএম | টাঙ্গাইল, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু শিবির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ আগস্ট) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায়, অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ এর কারিগরি সহায়তায় উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চক্ষু শিবিরটি অনুষ্ঠিত হয়।

চক্ষু শিবিরটি উদ্বোধন করেন মানবিক সাহায্য সংস্থার সভাপতি ফিরোজ এম.হাসান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর গ্রুপ চীফ কমিউনিকেশন অফিসার আজম খান।

উদ্বোধনকালে মানবিক সাহায্য সংস্থার সভাপতি ফিরোজ এম হাসান বলেন, “দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন সুনিশ্চিত করতে তার চোখের স্বাস্থ্যের সুস্থতা অত্যন্ত জরুরী। ইসিপি-এমএসএস বিশ্বাস করে যে, দরিদ্রতার কারণে কেউ অন্ধ রবে না। এই চক্ষু শিবিরে বিনামূল্যে প্রায় ৬শ’ত জনের উর্ধে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীর চোখ পরীক্ষা করানো হয়েছে। পাশাপাশি চশমা বিতরণ এবং ছানি রোগী সনাক্ত করা হয়েছে। সনাক্তকৃত ছানি রোগীদের আজই বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।’ 

তিনি আরো বলেন, এ চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা সেবার পাশাপাশি চোখের স্বাস্থ্যের যত্ন বিষয়ক সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর গ্রুপ চীফ কমিউনিকেশন অফিসার আজম খান বলেন, “আমরা আনন্দিত এমন একটি মহতি উদ্যোগের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছি। মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চোখের সুস্থতা নিশ্চিত করতে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্ট'র সাথে আরো কাজ করার ইচ্ছে প্রকাশ করছে।

এসময় উপস্থিত ছিলেন, মানবিক সাহায্য সংস্থার উপদেষ্টা তারিকুল গণি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ডেপুটি চীফ কমিউনিকেশন অফিসার মিজ সামিয়া চৌধুরী, অ্যাডভোকেসী মিডিয়া এন্ড কমিউনিকেশন এমএসএস এর সহকারী পরিচালক আক্তারী আসফ (স্বপনা রেজা), এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা ও প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি