০৫:৩৯ এএম | টাঙ্গাইল, সোমবার, ৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎস্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামের এক শিশু কাঠমিস্ত্রী নিহত হয়েছে। 

সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী বগুড়া জেলার ধুনট উপজেলার বড়বিলা পূর্বপাড়া এলাকার সাহাবাজ আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, বগুড়ার কাঠমিস্ত্রী সাইফুল ও তার ভাই আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বাসাইল উপজেলার বিলপাড়া বাজারে দোকান ভাড়া নিয়ে ফার্ণিচারের ব্যবসা করে আসছে। পরে ওই ফার্ণিচারের দোকানে বগুড়া থেকে ওই শিশু শ্রমিক মেহেদীকে নিয়ে এসে তাদের দোকানে কাজ দেয়।  মেহেদীসহ বেশ কয়েকজন শিশু শ্রমিক দিয়ে দোকানসহ অন্যের বাড়ি বাড়ি গিয়ে কাজ করাতেন কাঠমিস্ত্রী সাইফুল ও তার ভাই আব্দুস সাত্তার। 

পরে সোমবার (২৬ আগস্ট) সকালে আদাজান গ্রামে ভাই ভাই অটো-রাইস মিলে ওই শিশু শ্রমিক মেহেদী কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

এদিকে, বিষয়টি জানাজানির আগেই কাঠমিস্ত্রী সাইফুল আইনিপ্রক্রিয়ার কোনও তোয়াক্কা না করেই ওই শিশুটির লাশ হাসপাতাল থেকে দ্রুত বের করে নিয়ে তাদের গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর-রশিদ খান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ওই শিশুটি রাইস মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই শিশুর লাশ নিয়ে কাঠমিস্ত্রী সাইফুল এলাকা ত্যাগ করে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত সুবোধ কুমার দাস বলেন, ‘ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে তারা লাশটি নিয়ে দ্রুত বের হয়ে যায়।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। 


 

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি