০১:৪৮ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফসল

গতি বাড়ছে উত্তরবঙ্গগামী যান চলাচলে

আরিফ উর রহমান টগর, হেড অব নিউজ | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬ | | ২৪২
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে চলাচলরত উত্তরবঙ্গগামী যান চলাচলে গতি বাড়তে শুরু করেছে।

রোববার ভোর থেকে মহাসড়কের অধিকাংশ এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। মহাসড়কের মির্জাপুর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত এলাকায় দেখা গেছে যানবাহনের স্বাভাবিক চলাচল। তবে মহাসড়ক দিয়ে ঢাকামুখি যানবাহনের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর থেকে মহাসড়কের উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে অনেকটা গতি রেড়েছে। তবে ভোরে কিছু সময় থেমে যানবাহন চরলেও এখন মহাসড়কের মির্জাপুর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত এলাকায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গগামী যানবাহনের স্বাভাবিক চলাচল। মহাসড়কের দেওহাটা, ধেরুয়া, সোহাগপাড়া, গোড়াই, ক্যাডেট কলেজ ও বোর্ড এলাকায় থেমে থেমে যানজট দেখা যাচ্ছে।

এছাড়া এ মহাসড়কের ঢাকামুখি যানবাহনের চাপ গত চারদিনের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

এ ব্যাপারে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিক ইফতেখার বিন নাসির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছে। ভোরে কিছু সময় মির্জাপুর থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চন্দ্র থেকে মির্জাপুর বাইপাস পর্যন্ত যানবাহন একটু থেমে থেমে চলাচল করছে বলেও জানান তিনি।

এছাড়া ঢাকামুখি যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়কের ঢাকামুখি যানবাহন কিছুটা ধীরগতিতে চলাচল করছে। চার লেনের সম্প্রসারন, কয়েকটি ফ্লাইওভারের কাজ, দূর্ঘটনা এবং গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কের মাঝে মাঝে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।

তবে যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের সদস্যরা রাতদিন কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি