০৬:০৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১৭ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের বৈধ প্রার্থী মরিয়ম আক্তারের মৃত্যুতে সকল পদে ভোট গ্রহণ স্থগিত করা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পুনঃ তফসিলের মাধ্যমে আগামী ০৫ জুন ৪র্থ ধাপে সকল পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার নির্বাচন কমিশনের উপসচিব নির্বাচন (পরিচালনা-২) মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রার্থী নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরন। চেয়ারম্যান পদে ৫জন, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আব্দুল মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কেএম গিয়াসউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক রওশন খান আইয়ুব মনোনয়নপত্র জমা দেন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন গোপালপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. মারুফ হাসান, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন এবং সার্ভার জটিলতার কারণে সময়মতো মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মৃত লতিফ সিটির পূত্র মো. আপন সিটি । মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছা. হোসনে আরা বেগম। 

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ব্যাংক ঋণের কারনে চেয়ারম্যান প্রার্থী রওশন খান আইয়ুব ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে প্রার্থীতা ফেরৎ পেতে আপিল করলে, আপিল কর্তৃপক্ষ হিসাবে জেলা প্রশাসক উভয়ের বাতিলের আদেশ বহাল রাখেন। উভয় প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রার্থীতা ফেরৎ পান এবং প্রতীক বরাদ্দ পান। এর মধ্যেই শুক্রবার অসুস্থতার কারণে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের মৃত্যু হয়।

ভাইস-চেয়ারম্যান পদে মো. শামীম আল মামুন প্রার্থীতা প্রত্যাহার করায় অপর প্রার্থী মো. মারুফ হাসান দাবি করেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। গুঞ্জন ছড়ায় সার্ভার জটিলতার কারণে মো. আপন সিটি মনোনয়নপত্র জমা দিতে না পারায়, ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে তিনিও হাইকোর্টে রিট করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে রবিবার রিটের শুনানি হবার তারিখ রয়েছে।

প্রার্থী কেএম গিয়াসউদ্দিন বলেন, গোপালপুরের নির্বাচন পরিস্থিতি খুবই ভালো, এক প্রার্থী আরেক প্রার্থীর প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে। আমি জয়ী হবো ইনশাআল্লাহ ।

মো. খাইরুল ইসলাম জানান, তীব্র তাপদাহে বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো প্রচারনা করতে পারছি না। বোরো ধান কাটার মৌসুম হওয়ায় ভোটারদের ঠিকমতো বাড়ি পাওয়া যায় না। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আব্দুল মোমেন বলেন, আমি চাই সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। সকল ভোটার ভোট কেন্দ্রে গেলে আমিই বিজয়ী হবো। 

চেয়ারম্যান প্রার্থী কেএম গিয়াসউদ্দিন দোয়াত কলম, আব্দুল মোমেন ঘোড়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম আনারস, রওশন খান আইয়ুব হেলিকপ্টার, মো. খাইরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম জানান, ব্যালটের মাধ্যমে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

ভূঞাপুরে হেলিকপ্টার প্রতিকের কর্মীসমর্থকের উপর হামলার অ দুধ দিয়ে গোসল করে ঘরে উঠলেন নাবিক সাব্বির কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের জুথী  ‘ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে’ গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক  টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা-নেত্রী বহ গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই মির্জাপুরে সাপের কামড়ে ২ গৃহবধুর মৃত্যু টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বা পৌলী নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে কারাদণ্ড রোগী দেখে জরিমানা গুণলেন ওষুধ বিক্রেতা মাসিক কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয়ক (ইডিজি

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি