০৬:৪১ এএম | টাঙ্গাইল, সোমবার, ৬ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আগামীর নাগরপুর-দেলদুয়ার বিনির্মাণে জনপ্রতিনিধিদের মিলন মেলা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়ন নিশ্চিত ও আগামীর নাগরপুর-দেলদুয়ার বিনির্মানে সু-পরিকল্পিত কর্মপরিধি নির্ধারনের মত বিনিময় সভা পরিণত হল জনপ্রতিনিধিদের মিলন মেলায়।

রোববার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

জানা যায়, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এর উদ্যেগে নির্বাচনী এলাকার দুই উপজেলার প্রশাসন, সকল সরকারী দফতরের প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক ছাদের নিচে আনা হয়। আর এসময় সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয় সভাটি। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম কোন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার সরকারী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক ছাদের নিচে বৈঠক করলো বর্তমান উন্নয়ন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে।

এসময় দুই উপজেলার সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা স্থানীয় পর্যায় থেকে সুষম উন্নয়নের মাধ্যমে আগামী নাগরপুর-দেলদুয়ার বিনির্মাণে তাদের অভিমত ও মতামত প্রদান করেন। এ ছাড়া  মতবিনিময় সভায় ঢাকা থেকে আগত একদল নগর পরিকল্পনাবিদ উপস্থিত সকলের মাঝে নাগরপুর-দেলদুয়ার নিয়ে তাদের নিজস্ব ভাবনা ও পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বর্তমান চলমান উন্নয়ন প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়েও আলোচনা হয়। এছাড়া যথা সময়ে প্রকল্পের কাজ শেষ করারও নির্দেশনা দেন স্থানীয় সাংসদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আক্তার, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসমিন মনিরা। 

এসময় নাগরপুর-দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি