ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার রাতে র্যাব-১২ সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মির্জা সোহান (২২) টাঙ্গাইল পৌরএলাকার সাবালিয়ার মির্জা সেলিমের ছেলে।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌরএলাকার সাবালিয়া এম এম আব্দুল্লাহ ফারুক বাড়ীর দক্ষিণ পার্শ্বের তিনতলা রুমের ভিতরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মির্জা সোহান জিজ্ঞাসাবাদে জানায় সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি হাউয়াই মোবাইল, ২টি সিম কার্ড এবং ফেসবুক ম্যাসেঞ্জারের কথোপকথোন ও ভূয়া প্রশ্নপত্রের ৩৫টি স্ক্রীন শর্ট।
তিনি আরো জানান, র্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরীক্ষা উপহার দিতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...