০৪:১১ এএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নেতাকর্মী-সমর্থক না থাকায় নৌকার সভা স্থগিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর পুর্বনির্ধারিত নির্বাচনী সভায় নেতাকর্মী ও সমর্থক না থাকায় তা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডে পুষ্টকামুরী আলহাজ শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা নির্ধারিত ছিল।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লাল মিয়া ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নেতাকর্মী ও সমর্থক না আসায় সভা স্থগিত ঘোষণার কথা জানিয়েছেন।

শনিবার বিকেলে দলীয় প্রার্থীর পক্ষে ওই মাঠে নির্বাচনী সভা করার সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। পরে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীদের তা জানিয়ে দেয়া হয়। 

এদিকে দল মনোনীত প্রার্থীর পক্ষে শনিবার বিকেলে নির্বাচনী সভার কথা জানিয়ে গত দুই দিন ওই ওয়ার্ডের বিভিন্নস্তরের নেতাকর্মীদের দাওয়াত দেয়া হয়েছে বলে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান। 

সভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের বসার জন্য চেয়ার টেবিল আনা হয়। কিন্ত নির্ধারিত সময় বিকেল চারটা গড়িয়ে বিকেল ছয়টা বাজলেও সভাস্থলে ওই ওয়ার্ডের ১০/১২ জন নেতাকর্মী ছাড়া সাধারণ ভোটার ও নেতাকর্মীরা সভাস্থলে আসেনি।

এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় ও লোকজন না থাকায় সভা স্থগিত ঘোষণা করে ডেকোরেটর থেকে ভাড়ায় আনা চেয়ার টেবিল গুটিয়ে তা ফেরত পাঠানো হয়।

লোকজন উপস্থিত না হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে জানিয়ে মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু বলেন, তিনি অন্য নির্বাচনী সভায় থাকায় এক নং ওয়ার্ডের সভায় উপস্থিত হতে পারেননি। তবে পরবর্তীতে তারিখ দিয়ে ওই ওয়ার্ডে নির্বাচনী সভা করা হবে বলে তিনি জানিয়েছেন।

৩১ মার্চ চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের ম কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত  ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্য শেখ হাসিনা সরকার কৃষিকে যন্ত্রিকীকরণ করেছে : খান আহমেদ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল প সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শ ঘাটাইলের ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় বহন ক

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি