০৩:২৪ এএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯

মনোনয়ন প্রত্যাশী গিয়াস ইঞ্জিনিয়ারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও দলের জন্য স্বচ্ছধারার ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন আসন্ন গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন ও নৌকা প্রতীকের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ষাটের দশকে তিনি ছিলেন গোপালপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে ঢাকা কলেজে অধ্যয়নরত থাকাকালীন তিনি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সাথে ঢাকা কলেজ ছাত্রলীগের প্রশংসিত ছাত্রনেতা হিসেবে বিভিন্ন সভা, সমাবেশ ও মিছিলে নেতৃত্ব প্রদান করেন। 

আওয়ামী লীগের মুক্তি সংগ্রামের ৬ দফা, ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা এবং ৭০’র নির্বাচনসহ বিভিন্ন অসহযোগ আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। নব্বই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের দুঃসময়ে তিনি নানা নির্যাতন ভোগ করেও সফলভাবে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 

বিএনপি’র শাসনামলে ক্ষমতাসীন বিএনপি কর্মীদের দাপটে আওয়ামীলীগের নেতাকর্মীরা যখন ঘরবাড়ি ছাড়া, উপজেলা আওয়ামীলীগের সেই দুর্দিনে তিনি প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয়েও অর্থনৈতিক ও মানসিকভাবে সাহস যুগিয়ে নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের নেতৃত্ব প্রদান করেন। 

বর্তমানে তিনি বঙ্গবন্ধু যুব পরিষদ কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও ধর্মীয় কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বলেন, ছাত্রকাল থেকে এখন জীবনের শেষপ্রান্তে এসেও প্রিয় বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা আর নিজের সৎসাহস বুকে নিয়ে আমার জীবন পরিচালনা করে আসছি। ব্যক্তি জীবনে আমার তেমন চাওয়া-পাওয়া নেই। চাকুরীর সুবাধে আল্লাহতায়ালা আমাকে অনেক কিছুই দিয়েছেন। তবে নিজ দায়বদ্ধতা দেশ মাতৃকার ঋণ পরিশোধ করতে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক হাতে নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে একজন জনপ্রতিনিধি হিসেবে অংশ গ্রহণ করে, নিজ উপজেলার জনগণের জন্য সেবামূলক কাজ করে স্মরণীয় হয়ে বেঁচে থাকতে চাই। মানুষকে প্রকৃত ভালোবাসা এবং সেবা দেয়ার লক্ষ্যে, আসন্ন গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি দলীয় নেতাকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার সরকার, সহদপ্তর সম্পাদক শামীম আল মামুন, আওয়ামীলীগ নেতা মানিক হাসান মিলু, ইসমাইল হোসেন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ইকবাল হোসাইনসহ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের ম কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত  ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্য শেখ হাসিনা সরকার কৃষিকে যন্ত্রিকীকরণ করেছে : খান আহমেদ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল প সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শ ঘাটাইলের ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় বহন ক

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি