টাঙ্গাইলের বাসাইলের জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাসাইলের ফুলকি ঝনঝনিয়ায় জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে অনুষ্ঠিত ছাত্রী ও অভিভাবক সমাবেশ উদ্বোধন করেন ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বিজু।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান।
জায়েদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান খান এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান গাউছ, বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাদত হোসেন খান,বাসাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম খান,ফুলকি ঝনঝনিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হানিফ উদ্দিন খান, বাসাইল রওশন আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কৃষিবিদ টি,এম রিয়াছত,জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আফসানা খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিয়া।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, শান্তির পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...