০৭:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্ধ হয়েছে গেছে প্রায় ৩০ টি খামার

ডিমের দাম কমে যাওয়ায় বিপাকে পোল্ট্রি খামারিরা

ফরিদ মিয়া | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | | ৮৯
, টাঙ্গাইল :

পোল্ট্রি শিল্পে ডিমের দাম হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডিম উৎপাদনকারি পোল্ট্রি খামারিরা। নতুন বছরের শুরুতেই ডিমের দামে ধস নামায় হতাশ হয়ে পড়েছেন এ অঞ্চলের প্রান্তিক ব্যবসায়ীরা।

ব্যক্তি উদ্দ্যোগে উপজেলার সর্বত্রই গড়ে উঠেছে অসংখ্য ডিম উৎপাদন কারি মুরগির খামার। এসব খামারে প্রতিদিন হাজার হাজার ডিম উৎপাদন হচ্ছে।

জানা যায়, উপজেলায় প্রায় ৪ শতাধিক ব্যক্তি ডিম উৎপাদন কারি খামারের সাথে জড়িত। লেয়ার ও ব্রয়লার মুরগির খামারের সংখ্যা রয়েছে প্রায় ৪৫০ টি। তবে খামারের সংখ্যা আরো বেশি হতে পারে বলেও অনেকের ধারণা।

খামারিদের দেয়া তথ্য মতে, বর্তমানে প্রতিটি ডিম উৎপাদনে ৫.৫২ টাকা খরচ হচ্ছে আর পাইকারি বাজারে তাদের ডিম বিক্রি হচ্ছে ৫.২০ টাকা। ৫২০ টাকা শতকে ডিম বিক্রি করে ১৩২ টাকা ক্ষতি হচ্ছে। ১ হাজার একটি মুরগির খামারে প্রতিদিন অন্তত ৯৫০ টি ডিম উৎপাদন হয়। প্রতিদিনের গড় হিসেবে মাস শেষে একজন খামারি প্রায় ২৭ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ডিমের দাম কমে যাওয়ায় খামারিদের দোকানে গেলে চায়ের বদলে তারা ডিম দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। দোকানে দোকানে ও ঘরে ঘরে চলছে ডিম পার্টি।

এ অঞ্চলের খামারিরা জেলা শহরের পার্কের বাজার ও করটিয়া বাজারে পাইকারি ভাবে ডিম বিক্রি করে থাকে। লোকসান মোকাবেলা করতে না পেরে গেলো দু’মাসে উপজেলার প্রায় ৩০ টি খামার বন্ধ হয়েছে। পেশা ছেরে অন্য পেশায় জীবিকা নির্বাহ করছেন অনেকেই, আবার কেউ বিদেশ পাড়ি জমিয়েছেন।

পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আশরাফুল আলম, আলী হোসেন, নুরুন্দা গ্রামের জুলফিকার মাষ্টার, পাইকপাড়া গ্রামের জিহাদ সহ অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন।

এ ব্যাপারে আলমগীর মিয়া জানান, ব্যবসায় মন্দা সময় পার করছি ভাই। ১১শ’ মুরগি নিয়ে আমার একটি খামার ছিল। প্রতি মাসে এই খামারে ৩৫ হাজার টাকা লোকসান হওয়ায় মুরগি সব বেঁচে দিয়েছি। ভবিষ্যতের আশায় কিছু মুরগি আবার নতুন করে নিয়েছি দেখা যাক কি হয়।

দেলদুয়ার উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুবেল জানান, একটি সিন্ডিকেট মুলত এই পোল্ট্রি শিল্পকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। বর্তমান সময়ে ব্যবসা টিকিয়ে রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে। ব্যবসা চালাতে গিয়ে প্রতি মাসে প্রায় ২৫ থেকে ২৮ হাজার টাকা লোকসানের সম্মুখীন হচ্ছেন খামারিরা। ডিমের দাম হঠাৎ এভাবে কমে যাবে আমরা কেউ ভাবতে পারেনি। সরকার খামারিদের দূর্দিনে পাশে দাঁড়াবে বলেও প্রত্যাশা তার।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলবাসীর বোবা কান্নার ২৮ বছর ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্ মির্জাপুর ক্যাডেট কলেজ এসএসসি-২০২৪ সাফল্য শতভাগ লোকমান ফকির কলেজ অধ্যক্ষের অপসারণ চান শিক্ষক-কর্মচারীরা ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের ম কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত  ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্য শেখ হাসিনা সরকার কৃষিকে যন্ত্রিকীকরণ করেছে : খান আহমেদ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল প সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি