০৮:২২ এএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ৭ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেখতে মানুষের ভীড়

খাবারের খোঁজে লোকালয়ে বানর!

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭ | | ১৭৩
, টাঙ্গাইল :

খাবারের খোঁজে বানর এ গাছ ও গাছ করে পুরো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মানুষের বসত-বাড়িসহ হাটবাজারে দেখা যাচ্ছে এমন একটা বানরকে।

মঙ্গলবার সারাদিন টাঙ্গাইলের ভ‚ঞাপুর উপজেলার গোবিন্দাসীর বিভিন্ন এলাকায় দেখা গেছে এ বানরকে। হঠাৎ এলাকায় বানর দেখে মানুষও ভীর জমাচ্ছে। অভুক্ত বানরও মানুষকে দেখে স্থান ত্যাগ করছে।

মঙ্গলবার ভোরে উপজেলার কষ্টাপাড়া ঘোষপাড়া এলাকায় বানর দেখতে পায় গ্রামের মানুষজন। পরে বানর দেখতে সেখানে মানুষের ভীর করতে দেখে দ্রæত স্থান করে বানরটি। এরপর আর সন্ধান পাওয়া যায়নি। সারাদিন ঘুরে ফিরে আবার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন কুকাদাইর কালা সড়ক এলাকায় বিকালে আবার দেখা গেছে বানরটিকে।

অন্যদিকে ভ‚ঞাপুর উপজেলা হতে মধুপুর বনের দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ধারনা করা হচ্ছে বানরটি খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে প্রবেশ করেছে।

গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের উৎপল হালদার জানান, বিকালের দিকে বাড়ির পাশে হঠাৎ একটি বানরকে গাছে দেখতে পাই। বানরটি এ গাছ ও গাছে যাচ্ছে। কৌতুহল মানুষও বানরটি দেখতে ভীর করছে।

স্থানীয়রা জানান, ভোর থেকেই এলাকায় বানর দেখতে পেয়ে অবাক হই। এরপর ধীরে ধীরে মানুষ জড়ো হতে দেখে বানরও স্থান ত্যাগ করে। অভুক্ত বানর খাবারের সন্ধানে হয়ত লোকালয়ে এসেছে। আগে কখনও লোকালয়ে বানর দেখা যায়নি। এই উপজেলার একটি উপজেলার পরই মধুপুর বন। তবে বানরটি কোন ক্ষতি করছে না বা কাউকে কামর দিচ্ছে না।

ভ‚ঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, লোকালয়ে আসা বানরটির বিষয়ে স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বানরটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি