০৪:০৯ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ইটভাটার ধোঁয়ায় নষ্ট হচ্ছে ধান-আম

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ মে ২০১৬ | | ১৮১
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের গাড়াইল এলাকায় ইটভাটার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় প্রায় তিন একর জমির ধান নষ্ট হয়ে গেছে। একই কারণে ভাটাসংলগ্ন এলাকায় গাছ থেকে আম ঝরে যাচ্ছে।

এলাকাবাসী জানায়, দুই বছর আগে এমএবি ব্রিকস নামের ওই একই ভাটার ধোঁয়ার কারণে পাশের গাড়াইল, গোড়াইল, ত্রিমোহন ও চাকলেশ্বর গ্রামের প্রায় ২০-২২ একর জমির ধান নষ্ট হয়ে যায়। পরে ভাটার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হলেও তা পর্যাপ্ত ছিল না।

সরেজমিনে দেখা যায়, ওই ইটভাটার তিন দিকেই আবাদি জমি। পূর্ব দিকে বংশাই নদ বয়ে গেছে। ধোঁয়ার কারণে ভাটার উত্তর পাশে প্রায় তিন একর জমির ধান গাছের পাতা লালচে হয়ে মরে যাচ্ছে। ধানের নতুন ছড়া সাদা হয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রচন্ড গরমের সময় হঠাৎ বাতাস বইলে ইটভাটার ধোঁয়ায় ফসলের এ ধরনের ক্ষতি হয়। ইটভাটার কাছের জমির ক্ষতি বেশি হয়। ইটভাটার মালিকের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ নেয়ার চেষ্টা করা হবে।

এলাকাবাসী জানায়, ওই ভাটার পাশে ধান ক্ষেতগুলোয় সবেমাত্র ধান ধরতে শুরু করছিল। এলাকাবাসী হঠাৎ গরম অনুভব করেন। অনেকে ঘর থেকে বের হয়ে গরমের সঙ্গে প্রচন্ড দুর্গন্ধের কারণে বমি অনুভব করেন। তাঁরা বুঝতে পারেন এমএবি ইটভাটা থেকে ধোঁয়া ছেড়ে দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরদিন সকালে এলাকাবাসী দেখেন ক্ষেতের ধানগাছের পাতা লালচে আকার ধারণ করেছে। এসব গাছ আস্তে আস্তে মরে যাচ্ছে।

গোড়াইল গ্রামের আনোয়ার হোসেন বলেন, ওই ভাটার ধোঁয়ায় তাঁদের ৫৬ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। প্রতিবেশী হামেদ আলীর ২১ শতাংশ, ময়ছেনের ২৮ শতাংশ ও আজাহার সিদ্দিকীর ২১ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। মালিক ক্ষতিপূরণের আশ্বাস দিচ্ছেন।

গাড়াইল গ্রামের ফারুক হোসেন সিদ্দিকী জানান, তাঁদের ৬০ শতাংশ জমির ধান একেবারে পুড়ে গেছে। এছাড়া গাছ থেকে আম ঝরে যাচ্ছে। গাছের পাতা পুড়ে ঝরে যাচ্ছে। এ বিষয়ে ভাটার মালিক নানা ধরনের কথা বলছেন।
এমএবি ব্রিকসের মালিক আবু সাঈদ মিয়া বলেন, তিনি ক্ষেতের ধানের পাতা মরে যাচ্ছে দেখেছেন। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। ভাটার পাশ দিয়ে মাটিবোঝাই গাড়ী চলে। ওই গাড়ীর ধুলা ধান গাছের পাতায় লেগেও এ রকম হতে পারে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম খান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। ওই এলাকা পরিদর্শন করে ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি