টাঙ্গাইলের মির্জাপুরে চলতি এইচএসসি পরীক্ষায় ১০ কলেজের দুই হাজার পাঁচশত পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। ১০জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী।
শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ও ভারতেশ্বরী হোমস্ এ দুই কেন্দ্রে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে পরীক্ষা শুরুর পর মির্জাপুর এস.কে.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যু পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন।
প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের উদ্যোগ নেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে কোচিং সেন্টার। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...