০৮:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষকের বিরুদ্ধে মামলা

মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ নভেম্বর ২০১৬ | | ১০১২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কিন্ডার গার্টেন স্কুলের এক শিক্ষককের বিরুদ্ধে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেলে এ ঘটনায় ওই ছাত্রী মা মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের আনাইতারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শিক্ষক আব্দুর রহিম চরবিলাশা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। সে চরবিলশা আইডিয়াল ইন্টারন্যাশনাল গার্টেন স্কুলের শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চরবিলশা আইডিয়াল ইন্টারন্যাশনাল গার্টেন স্কুলের ওই ছাত্রী অন্য ছাত্রীদের সঙ্গে স্কুলে মাঠে খেলা করতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার আগে শিক্ষক আব্দুর রহিম ওই ছাত্রীকে ডেকে স্কুলের ভেতরে নেয়। এ সময় তার সঙ্গে কথা আছে বলে শিক্ষক অন্য ছাত্রীদের বাড়ি চলে যেতে বলে। পরে নানা কথাবার্তা শেষে এক পর্যায়ে শিক্ষক আব্দুর রহিম ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে ছাত্রী কান্নাকাটি করতে থাকে।

এদিকে সন্ধ্যা হয়ে আসলেও ছাত্রী বাড়ি না ফেরায় তার বড় বোন খোজতে গিয়ে এ ঘটনা দেখে ফেলে এবং তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

পরে বিষয়টি তার মায়ের কাছে জানালে শনিবার বিকেলে ছাত্রীর মা থানায় এসে শিক্ষকের নামে লিখিত অভিযোগ দেন।

ছাত্রীর মায়ের সঙ্গে কথা হলে তিনি তার শিশু বাচ্চার সঙ্গে যে আচরন হয়েছে তার বর্ণনা দিয়ে বলেন, আমি এই অমানুষের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

অভিযোগ পাওয়ার পর সত্যতা জানতে ঘটনাস্থল গিয়েছিলেন জানিয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি