১২:০৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইল হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল  জেলা হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন  ঘাটাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিকী   নির্বাচনে  মো. মুক্তার হোসেন  সভাপতি ও  মো.আবু হানিফ মিঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই নির্বাচনের ভোট গ্রহন। সন্ধা ৬টায়   নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ বিষয়ে   প্রধান নির্বাচন কমিশনার মো.নয়ন উদ্দিন নয়ন  জানান,  এবারের নির্বাচনে মোট ভোটার ৪ শত ১০ জন  ভোটের মধ্যে ৩৭৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে মো.মুক্তার আলী  (২৭৫ ভোট),  সাধারণ সম্পাদক পদে মো.আবু হানিফ মিঞা (২৬২ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.কামাল হোসেন ( ১৭১ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে মো.সোহেল রানা (২০৮),শ্রী সুশান্ত চন্দ্র ঘোষ ( ১৮৯),সাংগঠনিক সম্পাদক পদে মো.আনিছুর রহমান (১৭২ ভোট) পেয়ে নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদন্ধিতায় বিজয়ী হয়েছেন,কার্যকরী সভাপতি পদে  মো.শামীম মিয়া,সহ সভাপতি পদে শ্রী নারায়ণ চন্দ্র বসু,মো.আব্দুল খালেক মিয়া,প্রচার সম্পাদক পদে  মো.সুরুজ মিয়া,কোষাধক্ষ্য পদে মো.জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক পদে  মো.হেলাল মিয়া,নাট্য ও প্রমোদ সম্পাদক  পদে মো.কেরামত আলী,ক্রীড়া সম্পাদক পদে  মো.ফেরদৌস মন্ডল,ধর্ম সম্পাদক (ইসলাম)  পদে মো.আ. হাই মিলন,ধর্ম সম্পাদক (হিন্দু) পদে  শ্রী চন্দন চন্দ্র ঘোষ,কার্যকরী সদস্য পদে  মো.আসাদ মিয়া,মো.জামাল হোসেন,মো.সেলিম মিয়া.মো.আমান আলী,মো.হাফিজুল ইসলাম।  

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন,ঘাটাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা মো.নয়ন উদ্দিন নয়ন। সহকারী কমিশনার নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন,ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.বেলায়েত হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.রোকনুজ্জামান (ঠান্ডু),সাবেক কাউন্সিলর মুনছুর আহম্মেদ,সাবেক ভিপি আবু সাইদ রুবেল। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন,ঘাটাইল সরকারী  জিবিজি কলেজের অধ্যাপক মো.শহিদুল ইসলাম,আবু নইয়িম মোহাম্মদ আব্দুল করিম রতন,সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন,ঘাটাইল সরকারী জি.বি.জি.কলেজের অধ্যাপক মো.আলসালে আহম্মেদ, বিরাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমীর আলী। পোলিং অফিসার দায়িত্বে ছিলেন,মাইধারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান মিয়া,মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো.বাদল তালুকদার । 

এ সময় হোটেল রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা ও  নির্বচান পরিচালনা কমিটির আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আ: হালিম রনি,যুগ্ম আহবায়ক মো.লুৎফর রহমান উপস্থিত ছিলেন। 

নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতির কোনো ঘটনা ঘটেনি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ।


 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি