১২:১৮ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

“পরিবেশ রাখি পরিস্কার, বদ্ধ করি মশার বিস্তার নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্দেশনায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “ বর্তমান যে তাপমাত্রা সেটা ডেঙ্গু মশা বিস্তারের জন্য উপযুক্ত তাপমাত্রা । এজন্য সারা দেশে হঠাৎ করেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকার ডেঙ্গু জ¦র প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। ২০০২ সাল থেকে প্রথম ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রকট দেখা দিয়েছিল।

সেই সময় ডেঙ্গুর যে প্রচলন ছিল সেটা হচ্ছে ৩-৪ দিন জ¦র হওয়ার পর পরীক্ষা করা হতো। কিন্তু এবারের ডেঙ্গু অনেক বেশী মারাত্মক এবং ভয়াবহ। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলে মিলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া আমাদের বাড়ির সকলকে সচেতন করার পাশাপাশি আশে পাশের ময়লা আবর্জনা পরিষ্কার রাখতে হবে। 

এছাড়া আগামী ঈদুল আযহার কোরবানির যে বর্জ্য সেগুলো দ্রুত অপসারন করার পরামর্শও তিনি দেন। এছাড়া তিনি আরো বলেন, ডেঙ্গু মশা নিধনের জন্য একটা গুজব রটানো হয়েছে যে, হারপিক এবং ডিটারজেন্ট একসাথে মিশিয়ে কমোডে দিলে ডেঙ্গু মশা মরে যায়। ডিটারজেন্ট এবং হারপিক একসাথে প্রতিক্রিয়া করলে যে গ্যাস তৈরি হয় সেটা অত্যন্ত বিষাক্ত যা আমাদের পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে।”

টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারের উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. সেলিম আহমদ, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, জেলা স্কাউটের সাধারন সম্পাদক সৈয়দ শামছুল হক প্রমুখ। 

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী, অভিভাবক ও স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।     
 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি