০৩:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সিগারেট বেশীদামে বিক্রির অপরাধে বিক্রেতা আটক ; অতঃপর মুচলেকায় মুক্ত  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানীর কয়েকটি শ্রেণির সিগারেট (পাইলট, ডার্বি ও হলিউড) বেশি দামে বিক্রির অপরাধে এক বিক্রেতাকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। 

সিগারেট ভোক্তাদের অভিযোগ এবং বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে বুধবার বেলা সাড়ে ১১টায় ওই বিক্রেতাকে আটক করে পুলিশ। এ অপরাধে আটক শিবলু মিয়া করটিয়া মসজিদ রোডের "কে তুমি বন্ধু আমার" স্টোরের স্বত্তাধিকারী। তবে করটিয়া সা’দত বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সায়মন তালুকদার রাজীবসহ ব্যবসায়ি নেতৃবৃন্দের অনুরোধ এবং আটক বিক্রেতা শিবলুর পরবর্তীতে বেশী দামে আর সিগারেট বিক্রি না করার লিখিত মুচলেকা নিয়ে আটক বিক্রেতাকে ছেড়ে দেয় পুলিশ।

 বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ অভিযানের দায়িত্ব পালনকারী টাঙ্গাইল মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) লাকি আক্তার জানান, বেশ কিছুদিন যাবৎ স্থানীয় সিগারেট ক্রেতারা অভিযোগ করে আসছেন সরকার কর্তৃক নির্ধারিত ৪ টাকা মূল্যের পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট রীতিমত ৫ টাকা দরে বিক্রি করে আসছেন টাঙ্গাইল মডেল থানার আওতাধীন করটিয়া মসজিদ রোডের কে তুমি বন্ধু আমার স্টোরের স্বত্তাধিকারী শিবলু মিয়া। 

এ অভিযোগ ও সত্যতা যাচাইয়ে ওই বিক্রেতার দোকান থেকে একাধিক ক্রেতার মাধ্যমে ৪ টাকা মূল্যের কয়েকটি পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট ৫ টাকা দরে কিনে বেশি দামে সিগারেট বিক্রির বিষয়টি নিশ্চিত হন তারা। বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়ার পর ওই বিক্রেতাকে আটক করা হয়। তবে এ সময় করটিয়া সা’দত বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সায়মন তালুকদার রাজীবসহ ব্যবসায়ি নেতৃবৃন্দের অনুরোধ এবং আটক বিক্রেতা শিবলুর পরবর্তীতে বেশী দামে আর সিগারেট বিক্রি করবেনা এ মর্মে একটি লিখিত মুচলেকা নেয়া সহ বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানীর টাঙ্গাইলের নিয়োজিত ডিলার এর প্রতিনিধিদের বেশি দামে সিগারেট বিক্রি না করা  মর্মে  অভিযুক্ত বিক্রেতার দেয়া মুচলেকার বিরুদ্ধে কোন অভিযোগ বা আপত্তি না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয় । 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি