০১:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মেধাবী ছাত্র রনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রনি তালুকদার গত ১৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত ৭ আগস্ট বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অপর আহত রনির মা রিজিয়া বেগম (৪৫) মাথায় ১৩টি সেলাই নিয়ে ছেলের শোকে পাগল প্রায়।

এ ঘটনায় রনির বাবা শাহজাহান তালুকদার বাদী হয়ে হামলাকারী প্রতিবেশী জব্বার তালুকদার, নূরু তালুকদারসহ চারজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করলেও গত ১৩ দিনেও তাদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়, প্রতীমাবংকী পশ্চিমপাড়া এলাকার শাজাহান তালুকদার ও জব্বার তালুকদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ। এরই জের ধরে গত ৭ আগস্ট বিকেলে ওই জমির ওপর বাঁশঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জব্বার তালুকদার ও তার লোকজন শাজাহান তালুকদারের স্ত্রী রিজিয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে ছেলে রনি তালুকদার এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে উপর্যূপরি মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাস্তায় তার অবস্থা আরো খারাপ হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার মাথায় অপারেশন করা হয়। সেই থেকে রনি ওই হাসপাতালেই লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মামলার বাদী শাহাজাহান তালুকদার বলেন- স্ত্রী সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর হামলাকারীরা প্রকাশে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জব্বার বলেন- আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি