০৭:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দাখিল পরীক্ষা- ২০১৮

১৪ পরীক্ষার্থীর সকলেই ভূয়া!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮ | | ৭৭৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদরাসার চলতি বছরের দাখিল পরীক্ষার ১৪ পরীক্ষার্থীর সকলেই ভূয়া বলে প্রমানিত হয়েছে।

এ ঘটনায় গতকাল শনিবার সহকারী কমিশনার (ভ‚মি) আম্বিয়া সুলতানা তিন ভ‚য়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। তাদের সকলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত মাদরাসার সুপারসহ অপর ১১ দাখিল পরীক্ষার্থী পলাতক রয়েছে।

জানা যায়, উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদরাসা হতে চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৪৪০৭৯ হতে ১৪৪০৯২ রোল নম্বরধারী ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ১ ফেব্র“য়ারী হতে এসব পরীক্ষার্থীরা শহরগোপীনপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল। গত ১০ ফেব্র“য়ারী শনিবার সাধারন গনিত পরীক্ষায় বহু নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর সৃজনশীল পরীক্ষা চলাকালিন সময় উক্ত মাদরাসার অংশ নেয়া সকল পরীক্ষার্থী ভূয়া বলে জানতে পারে কর্তৃপক্ষ।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা করেন। এ সময় ভূয়া পরীক্ষার্থী প্রমান হওয়ায় তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে আটককৃত তিন পরীর্ক্ষাীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।

বিষয়টি টের পেয়ে বাকী ভ‚য়া পরীক্ষার্থী কৌশলে পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে যায়।

দন্ডপ্রাপ্তরা হলো, ঘাটাইল উপজেলার মনতলা গ্রামের শহিদুলের মেয়ে মোছাঃ সীমা (১৮), তালতলা গ্রামের ইব্রাহিমের মেয়ে মাহমুদা (১৮) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের বুলবুল মিয়ার মেয়ে তানিয়া (১৮)। বাকি পরীক্ষার্থীরা আজ রোববার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয়নি। এ বিষয়ে মাদরাসার সুপার নূরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দাখিল পরীক্ষায় অংশ নেয়া মনতলা ইসলামিয়া দাখিল মাদরাসার ১৪ জন পরীক্ষার্থীই ভ‚য়া। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাদরাসার সুপার নূরুল ইসলাম সহ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক সহ উর্ধ্বতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি