টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ৫১জন কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা যুবদল। রোববার (২জুন) বিকেলে জেলার মধুপুর উপজেলার কাকরাইদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু জানান, বিভিন্ন সময়ে আন্দোলন করতে গিয়ে টাঙ্গাইলের ১২টি উপজেলার শত শত নেতাকর্মী কারারুদ্ধ হয়েছেন। এদের মধ্যে যাঁরা কারামুক্ত হয়েছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। জেলাকে দুইটি ভাগে বিভক্ত করে এই কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে। রোববার জেলার ভূঞাপুর, গোপালপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী উপজেলার ৫১জন কারামুক্ত নেতাকর্মীকে পুষ্পার্ঘ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল কবির পল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা সুমন, কৃষি বিষয়ক সম্পাদক সাঈদ হাসান মিন্টু, সহসাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রমূখ।
বক্তারা নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের পতন আন্দোলন এবং বিএনপি ও সহযোগি সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির আন্দোলন বেগবান করার আহবান জানান।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...