০১:৩৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যাত্রীদের দূর্ভোগ লাঘব

স্বাভাবিক হয়ে উঠেছে টাঙ্গাইলের যান চলাচল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | | ২৫৭১
, টাঙ্গাইল :

স্বাভাবিক হয়ে উঠেছে টাঙ্গাইলের যানবাহন চলাচল। আকস্মিক এ জেলার বাস চালক ও শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট শুরু করলেও শুক্রবার সকাল থেকেই স্বাভাবিক হতে থাকে এ জেলার সকল সড়কে পরিবহন চলাচল। এর ফলে যাত্রীদের দূর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। স্বাভাবিক হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

জানা যায়, সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়া মন্ত্রী সভায় অনুমোদন হওয়াসহ আইনের অস্পষ্টতা থাকার অভিযোগে আকস্মিক টাঙ্গাইলের পরিবহন চালক ও শ্রমিকরা যান চালানো বন্ধ রেখে এ ধর্মঘট ডাকে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে জেলার আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে প্রতিটি সড়কের যানচলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তি মুখে পরেছে সাধারণ যাত্রীরা।

পরে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদেরকে বৈঠকে এ অঘোষিত ধর্মঘট উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। সভা শেষে দুই সংগঠনের নেতারাই চালক ও শ্রমিকদের কাজে ফেরার আহŸান জানায়। পরে স্বাভাবিক হতে শুরু করে যানচলাচল।

টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি কোন পরিবহন ধর্মঘট ছিলনা, আর এর সাথে শ্রমিক ইউনিয়নেরও কোন সমর্থন ছিলনা। তবে জেলার পরিবহন চালক ও শ্রমিকরা গাড়ী চালানোর বন্ধ করে নিজেরাই এ ধর্মঘট করেছে।

আইনের কয়েকটি ধারায় অস্পষ্টা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, যারা দীর্ঘ দিন যাবৎ এ সেক্টরে কর্মরত আছে তাদের অনেকেই পড়া-লেখা জানে না। নতুন আইন অনুযায়ী অস্টম শ্রেণী পাশ না হলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। লাইসেন্স প্রদানের বিষয়টিসহ বেশ কয়েকটি ধারা নিয়ে পরিবহন শ্রমিকদের মাঝে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হওয়ায় তারা যানবাহন চালানো বন্ধ করে দিয়েছিল। আগামী ৬ এপ্রিল এ বিষয়ে শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনের সভা রয়েছে। এ আইনের কয়েকটি ধারা পূনঃবিবেচনা করে সংশোধনের দাবি জানান তিনি।

তবে চালক ও শ্রমিকরা ধর্মঘট স্থগিত করেছে বলেও তিনি জানান। এর ফলে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ জেলার সকল সড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি