মির্জাপুরে বাস ও ট্রাকের সংর্ঘষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।
নিহতরা হলেন, বাসের সুপারভাইজার নীলফামারি জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে মুগলী মিয়া (৩৫) ও একই উপজেলার রামডাঙ্গা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০)।
বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুরের ডিমলা থেকে ছেড়ে আসা অনিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিল গেইট এলাকায় পৌঁছালে বিদ্যুৎতের খুটি বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত দুই জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...