টাঙ্গাইলের সখীপুরে রাতে বাবাকে হত্যার পর ছেলে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আবদুস সামাদ (৬২) উপজেলার দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকার প্রয়াত সুলু মিয়ার ছেলে।
হত্যার ঘটনায় সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিহতের ছোট ভাই আব্দুর রশিদ বাদী হয়ে ভাতিজা ওয়াহেদুজ্জামানকে আসামি করে থানায় মামলা করেছেন।
এর আগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা।
স্থানীয়দের ধারণা, রাতে বাবাকে হত্যা করার পর ছেলে ওয়াহেদুজ্জামান পালিয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, রাতে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদুজ্জামান মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে বলে পরিবার জানায়। মরদেহ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি আরো জানান, নিহতের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...