০৪:১২ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ছিনতাইকারীদের হামলায় কলেজ শিক্ষক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারীদের হামলায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রভাষক উত্তম সাহা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলা সদরের আন্ধরায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা উত্তম সাহাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। 

উত্তম সাহা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক। ছিনতাইকারীদের হামলার ঘটনাটি জানার পর টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ প্রভাষক উত্তম সাহাকে দেখতে তাঁর বাড়িতে ছুটে যান। 

এদিকে রোববার সকালে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পৌর শহরের পুরাতন শহীদ মিনারে মানববন্ধন করেছেন। এসময় ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মান্নান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন প্রমুখ। 

জানা গেছে, উত্তম সাহা পৌরসভাস্থ কুতুব বাজার থেকে নিজ বাড়ী আন্ধরায় যাচ্ছিলেন। পথিমধ্যে রণদা প্রসাদ সাহার বাড়ীর পশ্চিম পাশে রাস্তায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমন করে। এ সময় তিনি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা হামলা করে তাঁকে গুরুতর আহত করে এবং ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা উত্তম সাহাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা করান।  ছিনতাইকারীদের হামলার ঘটনাটি জানার পর টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ প্রভাষক উত্তম সাহাকে দেখতে তাঁর বাড়িতে ছুটে যান। সেখানে উপস্থিত মির্জাপুর থানার ওসি রেজাউল করিমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন এমপি শুভ। 

মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ, আহত ৩৫ বাবার ভোট দিতে এসে ছেলে আটক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা কাভার্ডভ্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে মাভাবিপ্ মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩ ফিলিস্তিনকে সমর্থন করে সা'দত কলেজে পতাকা উত্তোলন করলো ছ টাঙ্গাইলে মানুষের কঙ্কাল উদ্ধার   নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কালিহাতীতে আনোয়ার মোল্লাকে বিজয়ী করতে একাট্টা উপজেলা আ. কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মির্জাপুরে বিল থেকে কঙ্গাল উদ্ধার গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি